স্কুল পরিচিতি

একুশ শতকের প্রযুক্তি বিকাশে ‘এ.জেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ’ স্বনামে সুখ্যাতিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সর্বক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর বহন করে চলছে। তথ্য প্রবাহের উৎকর্ষতার অগ্রযাত্রায় সমাজকে প্রযুক্তি নির্ভর শিক্ষায় গড়ে তোলার কর্মখান্ড অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের মেধা-বিকাশে সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার সুশৃঙ্খল পরিবেশ, নৈতিক আদর্শের মানস গঠনে ও প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করছে। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে, বিস্তত খোলা সবুজ প্রান্তরে 02 (দুই) একর জমিতে প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থী নির্ভর ‘এ জেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ’ প্রথম হতে দশম শ্রেণি পর্যন্ত প্রভাতী ও দিবা শাখার সমন্বয়ে গঠিত। প্রভাতি ও দিবা শাখায় বাংলা ভার্সন চালু রয়েছে। অত্র প্রতিষ্ঠানে শুধু বিজ্ঞান বিভাগ চালু আছে। 

‘শিক্ষা, শৃঙ্খলা ও চরিত্র’-এই ত্রয়ীর সন্নিবেশে ‘এ.জেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ’ এ রয়েছে সবুজ খোলা মাঠ, সুদৃশ্য মূলভবন, আধুনিক পাঠাগার, কম্পিউটার ল্যাব, যুগোপযোগী বিজ্ঞানাগার, অভিভাবকদের সুপরিসর অপেক্ষাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, কর্মসহায়ক দক্ষ কুশীলব ও সুযোগ্য নেতুত্বের সুষম সমন্বয়ে সুশৃঙ্খল পরিবেশ।

Dynamic Calendar
Loading...
0
1
3
5
7
3
2