উপাধ্যক্ষের বাণী

প্রিয় অভিভাবকবৃন্দ,

আসসালামু আলাইকুম, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রাণঢালা শুভেচ্ছা। প্রত্যেক অভিভাবকের একান্ত আকাঙ্খা তাঁর সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত K‡i সত্যিকার মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠিত করা। আর জন্য প্রয়োজন বর্তমান সময়োপযোগীশিক্ষা মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের অন্তর্নিহিত প্রতিভা, সুপ্ত জ্ঞানকে cÖùzwUZ সমৃদ্ধ করার মধ্য দিয়ে শিক্ষার পরিবেশ অনুকূল করে তুলতে হয় শিক্ষাপ্রতিষ্ঠানকে। একটি আদর্শ প্রতিষ্ঠান তাকেই বলা যায় যেখানে রয়েছে অভিজ্ঞ নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী, শিক্ষার সব ধরনের আধুনিক শিক্ষা উপকরণ, আধুনিক প্রযুক্তি সুসজ্জিত ক্লাস রুম, সুনিয়ন্ত্রিত শৃঙ্খলা, একাডেমিক পরিকল্পনা এবং দক্ষ অভিজ্ঞ প্রশাসনিক ব্যবস্থাসহ মানসম্মত পরিবেশ। .জেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ আপনার সন্তানের জন্য উল্লেখিত গুণে গুণান্বিত একটি প্রতিষ্ঠান। দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের গার্মেন্টস বাজারে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে প্লে MÖæc থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভার্সনে Òক্যাম্পাস-Ó, চিরিরবন্দর থানার ঘুঘুরাতলীতে "ক্যাম্পাস-" নামে দুটি শাখা সাফল্যের সাথে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ২০২৫ সাল থেকে একাদশ দ্বাদশ শ্রেণি যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। .জেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের বাস্তবমুখী, সুশিক্ষিত, দক্ষ, চৌকস, সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার পথে ভূমিকা রাখতে চায় এবং সকল শিক্ষার্থী সম্মানিতAwffveKgÛjxi কাঙ্খিত প্রত্যাশা পূরণে cÖwZkÖæwZe×

খেলাধুলা, শিক্ষা সফর, বনভোজন সাংস্কৃতিক অনুষ্ঠানাদির মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এই প্রতিষ্ঠান সক্রিয়ভাবে সচেষ্ট।

বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা আলোকিত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে .জেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এগিয়ে চলছে। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রার প্রতিটি ভালো কাজ mvdj¨gwÛZ করার জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

মো: সোহেল ইসলাম

বি.এস.সি (অনার্স) এম.এস.সি (রসায়ন)

উপাধ্যক্ষ

.জেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ

Dynamic Calendar
Loading...
0
1
3
5
7
3
2